Read Time:2 Minute, 9 Second

ভারতের প্রবীণ সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক কুলদীপ নায়ার আর নেই।

বৃহস্পতিবার ভোরে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। খবর এনডিটিভির

১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে) জন্মগ্রহণ করেন বিশিষ্ট এই সাংবাদিক। তার বাবা ছিলেন একজন নামকরা চিকিৎসক।

আইন শাস্ত্রে লেখাপড়া করলেও কুলদীপ নায়ার কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের প্রতিবেদক হিসেবে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের পরিচয়কে বহুমাত্রায় বিস্তৃত করেছেন। সাংবাদিকতার বিরতিতে সরকারি চাকরি করেছেন, দায়িত্ব পালন করেছেন বিদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবেও। এছাড়াও ১৯৯৭ সালে  দেশটির রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি ।

ভারতের ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যানের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা কুলদীপ নায়ার সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর সময়ে জরুরি অবস্থা জারির বিরোধিতায় সরব হয়েছিলেন। এজন্য তাকে কারাগারেও যেতে হয়েছিল।

কুলদীপ নায়ার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে লিখে গেছেন ১৫টি বই। আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনসে’ নিজের বেড়ে ওঠার গল্পের পাশাপাশি তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক নানা বাঁক বদলের কথা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফোবানা লস এঞ্জেলেস
Next post সৌদিতে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
Close