Read Time:2 Minute, 9 Second

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ৪৮ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, আত্মঘাতী এক হামলাকারী শিক্ষাকেন্দ্রে প্রবেশ করে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়। এসময় শিক্ষকরা ছাত্রদের পড়াচ্ছিলেন।

নিহতদের অনেকেই কিশোর বয়সী। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে সেখানে পড়ছিল। শিক্ষাকেন্দ্র হামলার ঘটনা ঘটে স্থানীয় সময় বুধবার বিকেলে।

পুলিশের মুখপাত্র হাশমাত স্টানিকজাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা নিশ্চিত করে বলছি, একজন আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ হামলা চালিয়েছে। শিক্ষাকেন্দ্রে ঢুকে হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয়।’

প্রত্যক্ষদর্শী সৈয়দ আলী নামের এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘শিক্ষাকেন্দ্রে অবস্থানরত বেশির ভাগ ছেলেই নিহত হয়েছে। খুব ভয়াবহ, অনেক ছাত্রের শরীর টুকরো টুকরো হয়ে গেছে।’

আসাদুল্লাহ নামের আরেক ব্যক্তি সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ঘটনার পর দৌড়ে ঘটনাস্থলে যান এবং তার ১৭ বছর বয়সী ভাইকে উদ্ধারের চেষ্টা করেন। তিনি বলেন, ‘সে খুব স্মার্ট ও প্রাণবন্ত ছিল। ক্লাসে সবচেয়ে ভালো ফলাফল ওর। এখন আমি নিশ্চিত না সে বেঁচে আছে কিনা।’

আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিদের হামলা বেড়ে গেছে। এর আগে গাজনি অঞ্চলে জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ১০০ সদস্য নিহত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাতীয় শোক দিবস উপলক্ষে মদীনায় দোয়া ও আলোচনা সভা
Next post কেরালায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩২৪
Close