Read Time:2 Minute, 24 Second

বাংলাদেশের বংশভূত দুই বাংলার সুর মাধক পন্ডিত গিরিশ চ্যাটার্জী অসাধারন শ্রেনীতে গ্রীন কার্ড অর্জন করেছেন। মার্কিন যুক্তরাষ্টের কেন্দ্রীয় অভিবাসন সংস্থা তার অসাধারন প্রতিভার স্বীকৃতি স্বরুপ বিশেষ সম্মানজনক শ্রেনীতে গ্রীন কার্ড প্রদান করেছেন, যা ইতিপূর্বে দুই বাংলার মধ্যে থেকে কেউ পায়নি, উক্ত ক্যাটাগরিকে বলা হয় ইবি-১ (এক্সট্রা অডিনারি এবিলিটি)।

উল্লেখ্য যে, বিশ্বের শীর্ষ স্থানীয় বৈজ্ঞানিক, প্রথিত যশা গবেষক এবং নোবেল পুরষ্কার বিজয়ীরা যে বিশেষ এবং অসাধারন শ্রেনীতে মার্কিন যুক্তরাষ্টের অভিবাসন লাভ করেন। পন্ডিত গিরিশ চ্যাটার্জী সেই একই অসাধারন শ্রেনীতে গ্রীন কার্ড লাভ করেছেন। ইবি-১ এই ক্যাটাগরীতে গ্রীন কার্ড প্রাপ্তিকে আইনস্টাইন ভিসা হিসাবেও অভিহিত করা হয়। বির‌ল এমন একটি ক্যাটাগরীতে বাঙালী পন্ডিত গিরিশ চ্যাটার্জীর গ্রীন কার্ড অর্জনে লস এঞ্জেলেস সহ সমগ্র আমেরিকায় বসবাসরত দুই বাংলার বাঙালীদের মাঝে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে। কারন, ইতিপূর্বে দুই বাংলার কোন বাঙালী এই বিশেষ সম্মানজনক শ্রেনীতে পাওয়ার তথ্য নেই। শ্বাষীয় সংগীতের পন্ডিত গিরিশ চ্যাটার্জী বহিবির্শ্বে সমগ্র বাঙালী জাতির ভাবমূর্ত্তকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। উল্লেখ্য যে, লস এঞ্জেলেস থেকে এই সুর সাধক কাজী মশহুরুল হুদাও ম্যাকলিন চৌধুরীর লেখা দুটি গানের এ্যালবাম প্রকাশিত হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্কে জাতীয় শোক দিবসের কর্মসূচি
Next post আগামী ১লা সেপ্টেম্বর স্থানীয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে ক্যালিফোর্নিয়া বি এন পি এর দোয়া মাহফিল
Close