যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বশুড় ও শ্বাশুড়ি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের স্লোভেনিয়ান বংশোদ্ভুত এই অভিভাবক শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হলেন।
ভিক্টর এবং আমালিজা নাভস গতকাল বৃহস্পতিবার একান্ত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির নাগরিকত্বের শপথ পাঠ করেন। নিউ ইয়র্কে এই শপথ পাঠ অনুষ্ঠান আয়োজিত হয়। তাদের আইনজীবী মাইকেল ওয়াইলডস বিষয়টি নিশ্চিত করেন।
মাইকেল জানান, নাগরিকত্ব পাওয়ার আগে এই দম্পতি গ্রীন কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাদের মেয়ে মেলানিয়া ট্রাম্প কার্ডের পৃষ্ঠপোষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, গ্রীন কার্ড পেয়ে দেশটিতে পাঁচ বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। তবে এর সাথে আরও কিছু বিষয় খতিয়ে দেখে অভিবাসন অধিদপ্তর।
মাইকেল ওয়াইলডস জানান, তার মক্কেলদের যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ পাঁচ বছর হয়েছে। তবে এ বিষয়ে আর কোন বিস্তারিত তিনি দেননি।
ভিক্টর নাভস স্লোভেনিয়াতে মোটর গাড়ির একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আর আমালিজা নাভস সেখানেই একটি টেক্সটাইল কারখানায় কাজ করতেন। দুইজনের বয়সই ৭০ এর কোঠায়।
মেলানিয়া ট্রাম্পও একজন অভিবাসী হিসেবেই প্রবেশ করেছিলেন যুক্তরাষ্ট্রে। মডেলিং করার সময় ‘অসাধারণ যোগ্যতা’ থাকায় আইনস্টাইন ভিসায় ২০০১ সালে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। পরে ২০০৬ সালে দেশটির নাগরিকত্ব পান মেলানিয়া।
এদিকে পারিবারিক ভিসার বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বংশপরম্পরায় ভিসা দেওয়ার থেকে যোগ্যতার ভিত্তিতে ভিসা দেওয়ার পক্ষে সরব আছেন ট্রাম্প।
সূত্রঃ বিবিসি
More Stories
বাইডেনের বিরুদ্ধে একজোট মার্কিন মুসলিম নেতারা
গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে অটল সমর্থনের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের মুসলিম নেতারা বাইডেনের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। আগামী নির্বাচনে...
নিউইয়র্কে ছুরি হামলায় দুই শিশুসহ নিহত ৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে ছুরি হামলায় দুই শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার ভোরে শহরের ফার রকওয়ে পাড়ায় ফোন...
গাজায় এখনই স্থায়ী যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র
গাজায় এখনই স্থায়ী যুদ্ধবিরতি চায় না যুক্তরাষ্ট্র জিম্মি-বন্দি বিনিময় এবং ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে গাজা উপত্যকায় অস্থায়ী মানবিক বিরতির মেয়াদ...
ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে বিএনপি
শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে যে চিঠি...
যুক্তরাষ্ট্রের লক্ষ্য নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল।...
আরব বিশ্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে
গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক ও মারাত্মক সামরিক অভিযান এবং এর প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কারণে দেশটির বিরুদ্ধে আরব বিশ্বের ক্ষোভ বাড়ছে...