Read Time:3 Minute, 28 Second

নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সোমবার (৬ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের ব্যাপারে প্রবাসীদের মধ্যে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

ভার্জিনিয়া আওয়ামী লীগ, ম্যারিল্যান্ড আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সম্মিলিত আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই স্বতঃস্ফূর্ত সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের নেয়া পদক্ষেপসমূহের প্রশংসা করে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুর, ম্যারিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মো. দুলাল মিতা, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম তাপস, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুক্তিযাদ্ধা মো. আবুল মনসুর, মুক্তিযাদ্ধা মো. বকতিয়ার প্রামাণিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অমর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ওসমান খাঁন, উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য মো. আলতাফ হোসেন এবং জীবক বড়ুয়া, দস্তগীর জাহাঙ্গীর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল বড়ুয়া, সহ-সভাপতি নুরল আমিন নুরু, মো. আজম, কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রবিউল ইসলাম রাজু, বৃহত্তর ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়, সহ-সভাপতি সুজিত বড়ুয়া, ইঞ্জিনিয়ার এ করিম, বাবু খান, সামজুজ্জামান, জাহিদ হুসেন, মোস্তাফিজুর রহমান, জামাল হোসেন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি তালুকদার সামসুজ্জোহা ডন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কার্যকরি সদস্য রতন নীড় প্রমুখ।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. খন্দকার মনসুরসহ সকল নেতৃবৃন্দ মিলে প্রধানমন্ত্রী বরাবর ধন্যবাদ স্মারকলিপি দূতাবাসের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্কে মাহবুব আলী খানকে স্মরণ
Next post শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে গুজব ও মিথ্যাচার : ক্যালিফোর্নিয়া স্টেট আ.লীগের সংবাদ সম্মেলন
Close