নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ ‘মাহবুব আলী স্মৃতি সংসদ’র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেন। এ সময় তার আত্মার মাগফেরাত কামনাও করা হয়।
সোমবার (৬ আগস্ট) রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিলাল আহমেদ।
সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনির পরিচালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে মাহবুব আলীর অবদান অনস্বীকার্য। তার মত সৎ, দেশপ্রেমিক এবং ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মানুষের বড় অভাব বাংলাদেশে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন ও যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ আবু তাহের।
সভায় অন্যদের মধ্যে ছিলেন স্টেট বিএনপি নেতা সোহরাব হোসেন, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেতা আব্দুস সামাদ টিটু, খলকুর রহমান, ওয়েছ আহমেদ, ফারুক আহমেদ, মনসুরুল হাসান, মির্জা আযম, সায়েদ আলী, সিদ্দিকুর রহমান রুবেল, মোহাম্মদ মান্নান, রেদওয়ান হোসেন, কামরুল ইসলাম, সামাদ আহমেদ, সেলিম আহমেদ, রাজ খান, গফফার আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সংগঠনের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি বাংলাদেশের যেকোনো সংকটে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
More Stories
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন ফি কমল
সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা...
লস এঞ্জেলেসে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক: রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো...
‘জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এলাকা বৃহত্তর সিলেট’র কৃষ্টি ও...
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...