Read Time:2 Minute, 19 Second

বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ডিং করতে স্পেনে শুরু হয়েছে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮। ৫ আগস্ট মাদ্রিদের খেতাফে বি. বাড়ীয়াকে দুই উইকেটে হারিয়ে শুরুটা ভালোই করেছ বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ফ্রুতাস স্পোর্টিং ক্লাব।

বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের উদ্যোগে আয়োজিত এ খেলা বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী প্রবাসী উপভোগ করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস এর হেড অব চ্যান্সরি ও মিনিস্টার হারুন আল রাশিদ। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক তামিম ইকবাল। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ এস আই রবিন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান, বাংলাদেশ এসোসিয়েশনের সদ্য প্রাক্তন সেক্রেটারি কাম্রুজ্জামান সুন্দর, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, বিশিষ্ট রাজনীতিবিদ জাকির হুসেন, জাকির হুসেন, নরসিংদী জেলা সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন, ফারুক পাভেল, এ এস আই রবিন প্রমুখ।

আন্তজাতিক নিয়ম মেনেই এই টুর্নামেন্ট পরিচালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। টুর্নামেন্টটি সফল এবং সুন্দরভাবে সম্পন্ন করতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাফলা চ্যারিটি একটি সফল ও কল্যাণকর প্রকল্প
Next post কুয়েতে বাংলাদেশির মৃতদেহ থেকে লিভার, কিডনি চুরির অভিযোগ
Close