Read Time:2 Minute, 16 Second

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যনার্জিকে হিন্দু ধর্ম ত্যাগ করার পরামর্শ দিয়েছেন দেশটির রাজস্থান রাজ্যের শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদব। তিনি দাবি, ‘মমতার উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা, কারণ দেশের প্রতি তার কোন ধারণা বা ভালবাসা নেই।

কয়েকদিন আগেই গরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলোয়ার জেলায় গণপিটুনিতে রাকবর খান (২৮) নামে এক মুসলিম ব্যক্তির মৃত্যুর ঘটনায় মমতা বলেছিলেন, বিজেপি দেশে তালিবানি হিন্দুত্বের বাতাবরণ তৈরি করতে চাইছে। সেই মন্তব্যের সমালোচনা করেই শনিবার রাজস্থানের বেরোদে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যটির শ্রমমন্ত্রী জানান, ‘যে বিষয় নিয়ে মন্তব্য করছেন, সেটা উনি (মমতা) বোঝেন না। দেশকে ভালোবাসেন না। সমস্ত হিন্দুবাদী সংগঠনকে চরমপন্থী আখ্যা দিয়েছেন। তাই ওঁর (মমতার) উচিত হিন্দু ধর্ম ত্যাগ করা’। মমতা মানসিক ভারসাম্য হারিয়েছেন বলেও এদিন মন্তব্য করেন রাজস্থানের এই মন্ত্রী।

এদিকে, গরু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন যশবন্ত সিং। তাঁর অভিমত, ‘যারা গরু পাচারের সাথে জড়িত থাকবেন তাদের কঠিন দণ্ড দেওয়া দরকার। যারা আইনকে লঙ্ঘন করে তাদের কাউকেই ছাড় দেওয়া উচিত নয়’।

তবে, গণপিটুনিতে রাকবর খানের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি আইন নিজেদের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তিকে প্রাণে ফেরে ফেলা উচিত নয় বলেও জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভারতে গৃহযুদ্ধের আশঙ্কা সম্পর্কিত বক্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
Next post ফোবানার পরবর্তী সম্মেলন নিউইয়র্কে
Close