ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর পরবর্তী সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে। এখানেই ১৯৯৮ এবং ২০০০ সালের ফোবানা সম্মেলন হয়েছিল। এছাড়া ২০২০ সালে ৩৪তম ফোবানা সম্মেলন হবে নর্থ টেক্সাসে।
বাংলাদেশ-আমেরিকা এসোসিয়েশন অব জর্জিয়ার ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী সম্মেলন শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়। ফোবানার নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং নির্বাহী সচিব পদে জয় পেয়েছেন যথাক্রমে মীর চৌধুরী (নিউজার্সি) এবং জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক)। সম্মেলন’র শেষ দিন গতকাল রবিবার সন্ধ্যায় ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। অপর বিজয়ীরা হলেন ভাইস চেয়ারপার্সন শাহ হালিম (টেক্সাস), যুগ্ম সচিব ড. রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলেস)।
২০১৮-২০১৯ সালের জন্যে নির্বাচিত এ নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন আতিকুর রহমান (ফ্লোরিডা), জসীমউদ্দিন (জর্জিয়া), নাহিদ খান সাহেল (জর্জিয়া), ডিউক খান (জর্জিয়া), রেহান রেজা (ক্যানসাস), রবিউল করিম বেলাল (ক্যানসাস), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক)।
জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় কংগ্রেসম্যান রব উডঅ্যলসহ ফোবানার বিদায়ী চেয়ারপার্সন আতিকুর রহমান, সাবেক চেয়ারপার্সন ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, সাবেক চেয়ারপার্সন মাহবুব রেজা রহিম, ফামা ক্যাশের নির্বাহী প্রধান ড. সাইফুল খন্দকার, বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রধান বেদারুল ইসলাম বাবলু, উত্তর আমেরিকায় আইটি ইন্সটিটিউট ‘পিপল এন টেক’র প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ, কম্যুনিটি লিডার রবিউল করিম বেলাল, মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. জিনাত নবী, ড্রামা সার্কেলের নেত্রী নার্গিস আহমেদ, ড্রামা সার্কেলের সভাপতি আবির আলমগীর, মিডিয়া ব্যক্তিত্ব সাঈদ হোসেন প্রমুখ।
ফোবানার এবারের সম্মেলনে বেশ ক’জনকে কম্যুনিটি সার্ভিসের জন্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের অন্যতম হচ্ছে ইঞ্জিনিয়ার আবু হানিপ অন্যতম।
সম্মেলনে দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় ‘বাংলাধারা’ নামক একটি সংগঠনের উদ্যোগে নতুন প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
More Stories
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...
‘লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান
প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবারের মতো গুনীজনদেরকে এবারও ‘লিটল বাংলাদেশ...