Read Time:1 Minute, 39 Second

সৌদি আরব ওয়াহাবি মতবাদের মধ্যদিয়ে ঘৃণা ও সন্ত্রাসের বিস্তার ঘটাচ্ছে। পাশাপাশি লন্ডনসহ পুরো পশ্চিমা বিশ্বে ইসলাম সম্পর্কে ব্যাপক অজ্ঞতার কারণে ব্রিটেনে ইসলাম ভীতি বাড়ছে। আর এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে।

প্রেসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে প্রকাশিত ‘পলিটিক্স ফার্স্ট ম্যাগজিন’র সম্পাদক মারকাস পাপাদোগলাস একথা বলেছেন।

তিনি বলেন, ব্রিটেনের লোকজন দ্বিধাগ্রস্ত কারণ তারা মনে করে সৌদি আরব থেকে যা বেরিয়ে আসছে সেটাই ইসলাম। এছাড়া সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যা করছে তাই হচ্ছে ইসলামের সত্যিকারের রূপ যদিও তা সত্য নয়।

মারকাস বলেন, সৌদি আরব দেশের ভেতরে ও বাইরে যা প্রচার করছে তা আসলে ইসলাম নয়, এটা হচ্ছে ন্যায়ভ্রষ্টতা এবং শান্তিপূর্ণ একটি ধর্মের বিকৃত ব্যাখ্যা।

সিরিয়ায় সন্ত্রাসীরা শুধু ওয়াহাবি মতবাদ অনুসরণ করছে। তারা যা করছে তা ইসলামের প্রতিনিধিত্ব করে না। ২০১৭ সালে ব্রিটেনে রেকর্ডসংখ্যক ইসলাম বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে যা ২০১৬ সালের চেয়ে শতকরা ২৬ ভাগ বেশি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post টরোন্টোতে গোলাগুলিতে কয়েকজন হতাহত
Next post গ্রীসে দাবানলে ২০ জনের মৃত্যু
Close