সীমান্তে হামলায় এক সেনা নিহত হওয়ার পর গাজা উপত্যকার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। কর্মকর্তারা বলছেন, ইসলায়েলি হামলায় ফিলিস্তিনের চার নাগরিক নিহত হয়েছেন।
এদের মধ্যে তিনজন গাজাভিত্তিক সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। সীমান্তে বিক্ষোভের সময় ইসরায়েলি হামলায় আরেক ফিলিস্তিনি মারা যায়। হামাস অবশ্য পরে অস্ত্রবিরতিতে সম্মতি জানিয়েছে।
হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মিশর ও জাতিসংঘের উদ্যোগে ইসরায়েল ও ফিলিস্তিনের একাংশের শান্তির যুগে প্রবেশে তারা রাজি।’
অস্ত্রবিরতির ব্যাপারে অবশ্য ইসরায়েল কোনো মন্তব্য করেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তরে হামাসের ১৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এ ছাড়া খান ইউনিস এলাকায় ২৫ লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হামলা চলছে।
গত সপ্তাহে হামাসের ওপর হামলা চালায় ইসরায়েল, যা ছিল ২০১৪ সালের পর বৃহৎ হামলা। এর আগে দেশটিতে রকেট ও মর্টার হামলা চালানো হয়।
ফিলিস্তিনিরা সীমান্তে ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। এই সময়ের মধ্যে ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ১৫ হাজার মানুষ আহত হয়।
বিভিন্ন মানবাধিকার সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ এনেছে। ইসরায়েল বলছে, আত্মরক্ষার জন্যই তারা হামলা চালাচ্ছে।
More Stories
নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে: গুতেরেস
সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার কাতারে দোহা ফোরামে...
নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে...
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে। শনিবার (০২ ডিসেম্বর) গাজায় যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি আক্রমণে উদ্বিগ্ন হয়ে...
সবার কাছে স্বীকৃতি পাবে এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে...
বিএনপির সমাবেশের পরিকল্পনায় যুক্ত ছিলেন পিটার হাস, অভিযোগ রাশিয়ার
ঢাকায় গত মাসে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া...
ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে: ম্যাক্রোঁ
চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে...