Read Time:2 Minute, 25 Second

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) তাঁর অন্যতম বড় শত্রু হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় গতকাল রোববার সিবিএস নিউজ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

টিভি সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান এ মুহূর্তে তাঁর বড় শত্রু কে? এর উত্তরে ট্রাম্প ইইউর নাম বলেন।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলেন, ব্রেক্সিট ইস্যুতে ইইউর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প তাঁকে।

স্কটল্যান্ডে নিজের টার্নবেরি গলফ প্রাঙ্গণে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমাদের অনেক শত্রু আছে। আমার মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন একটা শত্রু, বাণিজ্য নিয়ে তারা আমাদের ওপর যা করে সেক্ষেত্রে। এখন আপনি ইউরোপীয় ইউনিয়ন ছাড়া ভাবতে পারবেন না, কিন্তু তারা শত্রু।’

উপস্থাপক জেফ গ্লর বলেন, ‘অনেক মানুষ আশ্চর্য হবেন এটা শুনে যে চীন ও রাশিয়ার আগে ইইউ আপনার শত্রু।’

ট্রাম্প বলেন, ‘ইইউ অত্যন্ত কঠিন। আমি এসব দেশের নেতাদের শ্রদ্ধা করি। কিন্তু বাণিজ্য বিবেচনায় নিলে তারা আমাদের থেকে সুবিধা নিয়েছেন।’

এ ব্যাপারে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইট বার্তায় বলেন, ‘আমেরিকা ও ইইউ সবচেয়ে ভালো বন্ধু। যিনিই বলে থাকুন যে আমরা শত্রু, তিনি আসলে ভুয়া খবর ছড়াচ্ছেন।’

ট্রাম্প হেলসিংকি গেছেন পুতিনের সঙ্গে বৈঠক করতে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ভবনে এ বৈঠক হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ওয়াশিংটন বইমেলায় ড. ফখরুদ্দিন আহমেদ
Next post সিরাজুল আলম খানের বাংলাদেশে গমন বিলম্বিত হবে
Close