পালিয়ে থেকে নয়, বরং আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে লড়তে দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ। এ ছাড়া আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য নির্বাচন উপলক্ষে দলকে চাঙ্গা করতে আজই দেশের পথে রওয়ানা হচ্ছেন পিতা-পুত্রী।
এদিকে নওয়াজ শরীফ ও তার মেয়ের আগমন উপলক্ষে লাহোরে ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া যে কোনো ধরণের অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে লাহোরের রাস্তা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরণের জনসভা নিষিদ্ধ করা হয়েছে। তাই নওয়াজ সমর্থকরা বাবা-মেয়েকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হওয়ার পরিকল্পনা করছে। শরীফ ও তার কন্যা ব্রিটেন থেকে আজ রওয়ানা হচ্ছেন বলে দলীয় সূত্র দ্য ডনকে নিশ্চিত করেছে।
সম্প্রতি দুর্নীতির দায়ে নওয়াজ শরীফকে আদালত ১০ বছরের কারাদণ্ড দেন। লন্ডনে অবৈধভাবে একটি ফ্ল্যাট কেনার দায়ে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তার কন্যা মরিয়ম নওয়াজকেও আদালত ৭ বছরের কারাদণ্ড দেন। বিচারচলাকালে দুজনই লন্ডনে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এদিকে নওয়াজ শরীফ দেশে ফেরায় দেশটির রাজনীতিতে নতুন উত্তাপ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানকে জয়ী করতে কলকাঠি নাড়ছে দেশটির সেনাবাহিনী। আর তারই অংশ হিসেবে আদালতকে ব্যবহার করছে সেনা বাহিনীর ঊর্ধতন মহল। নওয়াজ শরীফ ও তার মেয়েকে নির্বাচন থেকে দূরে রাখতে এরইমধ্যে তাদের বিরুদ্ধে রায়ও দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
More Stories
সবার কাছে স্বীকৃতি পাবে এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে...
বিএনপির সমাবেশের পরিকল্পনায় যুক্ত ছিলেন পিটার হাস, অভিযোগ রাশিয়ার
ঢাকায় গত মাসে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া...
ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে: ম্যাক্রোঁ
চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে...
এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
ইউরোপের শেনজেন ভিসার মতো এবার নতুন ভিসা পদ্ধতি চালু হচ্ছে মধ্যপ্রাচ্যেও। সর্বসম্মতিক্রমে এ অঞ্চলের জন্য প্রস্তাবিত ‘ইউনিফায়েড ট্যুরিজম ভিসা’ বা...
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে অবস্থান স্পষ্ট করলো ভারত
ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের বৈঠকে বাংলাদেশ বিষয়ে অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। বৈঠকে বাংলাদেশের কিছু বিষয় নিয়ে স্পষ্ট আলোচনা হয়েছে...
চীনকে দমাতে শ্রীলঙ্কায় বড় বিনিয়োগ যুক্তরাষ্ট্রের
চীনের প্রভাব রোধ করতে শ্রীলঙ্কায় ৫৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কলম্বো ওয়েস্ট ইন্টারন্যাশনাল টার্মিনাল প্রাইভেট লিমিটেডকে (সিডব্লিউআইটি) এ...