Read Time:2 Minute, 55 Second

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

স্থানীয় সময় গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর বৈঠকে ট্রাম্প বলেন, ‘রাশিয়ার কাছে বন্দি জার্মানি।’

এর জবাবে মেরকেল বলেন, ‘বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, আমি নিজে দেখেছি যে জার্মানির একটি অংশ সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। আর আমি অত্যন্ত খুশি যে আমরা ফেডারেল রিপাবলিক অব জার্মানি হিসেবে স্বাধীনভাবে ঐক্যবদ্ধ।’

১৯৫৪ সালে হ্যামবার্গে জন্ম মেরকেলের। অনেক অনুষ্ঠানে সোভিয়েত দখলদারিত্বের মধ্যে তাঁর বেড়ে ওঠার কথা স্মৃতিচারণ করেন।

২০১১ সালে মার্কিন প্রেসিডেনশিয়াল পদক পাওয়ার সময় জার্মানির চ্যান্সেলর বলেন, ‘আমার জীবনের প্রথম রাজনৈতিক ঘটনা, যা আমি স্পষ্টভাবে স্মরণ করতে পারি, ৫০ বছর আগে বার্লিন দেয়াল নির্মাণ করা হয়। সে সময় আমার বয়স ছিল ৭। আমার বেড়ে ওঠার সময় দেখেছি, এমনকি আমার স্তম্ভিত বাবা-মাও কান্নায় ভেঙে পড়েন, যা আমাকে গভীরভাবে আন্দোলিত করে। আমার মায়ের পরিবার দেয়াল নির্মাণের কারণে বিভক্ত হয়ে গেছিল।’

মার্কিন প্রেসিডেন্ট নাম উল্লেখ না করলেও ন্যাটোতে দেওয়া বিবৃতির মাধ্যমে মেরকেল যে ট্রাম্পের বক্তব্য অস্বীকার করলেন, তা সহজেই অনুমেয়।

ন্যাটোর বৈঠকে ট্রাম্প বলেন, ‘জার্মানি রাশিয়ার কাছে বন্দি। আমার মনে হয়, এই একটা বিষয়ের ওপর ন্যাটোর মনোযোগ দেওয়া উচিত। জার্মানি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।’

ট্রাম্প বলেন, রাশিয়ার কাছে তেল ও জ্বালানি আমদানির নামে জার্মানি শত শত কোটি ডলার মস্কোকে দিয়ে দিচ্ছে। এ ছাড়া তিনি ন্যাটোর সদস্যগুলোর প্রতি জোটের ব্যয়ভার মেটানোর জন্য অর্থ বিনিয়োগ দ্বিগুণ করার আহ্বান জানান।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় সরকার
Next post লস এঞ্জেলেসে ১৪ ও ১৫ জুলাই লোটাস ফেস্টিবল
Close