থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচকে বাইরে বের করে আনা হয়েছে। থাই নেভি সিল নিজেদের ফেইসবুক পাতায় এ খবর নিশ্চিত করেছে। ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘১২ ওয়াইল্ড বোয়ার ও তাদের কোচ গুহা থেকে বেরিয়ে এসেছে এবং তারা নিরাপদ আছে।’ উদ্ধার অভিযানের তৃতীয় দিন মঙ্গলবার চার কিশোর ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনেন ডুবুরিরা। তার আগে রোববার চার কিশোর ও সোমবার চার কিশোরকে বের করে আনা হয়। ‘ওয়াইল্ড বোয়ার’ ফুটবল দল ও তাদের কোচকে গুহা থেকে বের করে আনার মধ্যদিয়ে ১৭ দিনের ক্লান্তিকর এক অভিযান শেষ হতে যাচ্ছে। গত ২৩ জুন থাই কিশোর ফুটবল দলের ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের ‘থাম লুয়াং’ গুহায় প্রবেশের পর আটকা পড়েছিল। বৃষ্টিতে গুহার প্রবেশমুখ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর বের হতে পারেনি। এরপর টানা ৯ দিন নিখোঁজ থাকার পর গত ২ জুলাই গুহার ভেতরে জীবিত অবস্থায় তাদের শনাক্ত করেন ডুবুরিরা। রবিবার (৮ জুলাই ২০১৮) থাইল্যান্ড সরকার তাদের উদ্ধারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় উদ্ধার অভিযান শুরু করে। অভিযান শুরুর দিনই চারজনকে এবং সোমবার আরো চারজনকে উদ্ধার করা হয়। আর আজ মঙ্গলবার বাকী পাঁচজনকে উদ্ধার করার মধ্য দিয়ে এই অভিযান সমাপ্ত হলো। এক ডুবুরির মৃত্যু
এই অভিযানে অংশ নিতে গিয়ে থাই নেভি সিলের একজন সাবেক ডুবুরি মারা গেছেন। সামান কুনান নামের ওই ডুবুরিকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে। শুক্রবার গুহায় অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করে ফিরে আসার সময় নিজেই অক্সিজেনের অভাবে মারা যান ৩৮ বছর বয়সী ওই ডুবুরি। গুহা থেকে বের হওয়ার সময় এক মাইল বাকী থাকতে তিনি অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়েন। এসময় তার সঙ্গে থাকা আরেক ডুবুরি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তার আর জ্ঞান ফিরেনি। কারণ ইতিমধ্যেই তিনি চলে যান না ফেরার দেশে।
More Stories
নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে: গুতেরেস
সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার কাতারে দোহা ফোরামে...
নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, অন্তর্ভূক্তিমূলক নির্বাচন হতে হবে...
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে: ম্যাক্রোঁ
হামাসকে ধ্বংস করতে ইসরায়েলের ১০ বছর যুদ্ধ করতে হবে। শনিবার (০২ ডিসেম্বর) গাজায় যুদ্ধবিরতি শেষে আবার ইসরায়েলি আক্রমণে উদ্বিগ্ন হয়ে...
সবার কাছে স্বীকৃতি পাবে এমন নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস জানিয়েছেন, সবার কাছে অবাধ ও সুষ্ঠু হিসেবে স্বীকৃতি পাবে বাংলাদেশে এমন একটি নির্বাচন দেখতে...
বিএনপির সমাবেশের পরিকল্পনায় যুক্ত ছিলেন পিটার হাস, অভিযোগ রাশিয়ার
ঢাকায় গত মাসে সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যুক্ত ছিলেন বলে অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া...
ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে আগামী মাসে: ম্যাক্রোঁ
চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে...