বিগত ২০ জুন ২০১৭ সালে রাজনৈতিক আশ্রয় চাইতে গিয়ে লস এঞ্জেলেসে গ্রাফতার হন বাংলাদেশী জাকির (৪০)। ২০১৫ সালের এপ্রিল মাসে তিনি লস এঞ্জেলেসে এসে আর দেশে ফেরেননি। দুই বছর বৈধ কোন কাগজপত্র ছাড়াই তিনি কাজ করেছিলেন। যার প্রেরিত অর্থে তার পরিবারের ভরণপোষণ চলছিল। আটক বাংলাদেশীর মুক্তির ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। জাকিরের পক্ষে মামলা পরিচালনা করছেন জেরিম এ্যার ফ্রোস্ট। ইতিমধ্যে দুই দফা জাকিরের জামিন আবেদন আদালত থেকে নামঞ্জুর হয়েছে।
সূত্রে প্রকাশ, জনৈক বাংলাদেশী দোভাষী কোন আইনজীবী সাথে না নিয়ে স্বয়ং তিনি ইমিগ্রেশন বিভাগে রাজনৈতিক আশ্রয়ের জন্য জাকিরকে নিয়ে যায়। সেখান থেকেই জাকিরকে গ্রেফতার এবং পরবর্তিতে হাজতে প্রেরণ করা হয়।
প্রায় এক বছর হয়ে গেলেও জামিন সহ কোন সুরাহা করা যায়নি জাকিরের।
বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, তারা জন্য কমিউনিটি থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে কিন্তু সংগৃহীত অর্থের কোন হিসাব নিকাশ কারও সঠিকভাবে জানা নেই। তবে সামসুল ইসলামের ফেসবুকের মাধ্যমে জানা যায় যে, জেলখানা থেকে কমিউনিটির অনেকের কাছে ফোন করে কোন উত্তর পায়নি। সামসুল ইসলামের সাথে জাকিরের সঙ্গে কথা হয়েছে যে, আগামী ১৯ জুলাই তার আপিলের ডেড লাইন।
এদিকে মুক্তি না হওয়ায় আশাহত হয়ে ভেঙ্গে পড়েছেন তার স্বজনরা। সন্তানের মুক্তির আশায় দিনগুণছেন ৮০ বছর বয়সি বৃদ্ধা মা মাহফুজ খাতুন।
মোহাম্মদ জাকির হোসেনের বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গা নাজির পাড়ায়।
জাকিরের স্ত্রী জাহানারা বর্তমানে দেশে তিন শিশুপুত্র ও শাশুড়িকে নিয়ে নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। অর্থের অভাবে সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে।
সেই সঙ্গে সংসারও চলানো কষ্ট হয়ে পড়েছে। জাহানারা তার স্বামীর মুক্তিতে সহায়তার জন্য বাংলাদেশ সরকারসহ লস এঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আইন বিশেষজ্ঞগণ ট্রাম্প প্রশাসনের জন্য কোন আইনজীবী ছাড়া অন্য কাউকেও ইমিগ্রেশনের সম্মুখীন না হওয়ার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
More Stories
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...
‘লিটল বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান
প্রবাস বাংলা ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্রতিবারের মতো গুনীজনদেরকে এবারও ‘লিটল বাংলাদেশ...