ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের ২৪২তম স্বাধীনতা বার্ষিকী অর্থাৎ ৪ জুলাই বুধবার লংকাকাণ্ড ঘটিয়েছেন মধ্যবয়সী এক নারী। নিউইয়র্ক সিটির ম্যানহাটানে নদীর মধ্যে অবস্থিত ‘স্ট্যাচু অব লিবার্টি’র চূড়ায় উঠে সেখানে ‘আইস বিলুপ্ত করা’ ব্যানার লাগাচ্ছিলেন। ৩০৫ ফুট উঁচুতে উঠার সময়েই ট্যুরিস্টরা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়েছিল সারা সিটিসহ গুরুত্বপূর্ণ সব এলাকায়, এরইমধ্যে নারীকে লেডি লিবার্টির চূড়ায় উঠতে দেখে পুলিশী অভিযান শুরু করা হয়। এ সময় সেখান থেকে ট্যুরিস্টদের সরে যাবার নির্দেশ জারি হয়। এরপর টানা ৩ ঘণ্টার বেশি সময় নারীটি পুলিশের নির্দেশ মত আত্মসমর্পণে রাজি হননি। উল্টো পুলিশের নির্দেশ উপেক্ষা করেই সে স্ট্যাচু অব লিবার্টির প্রায় চূড়ায় উঠে পড়ে।
পুলিশের হেলিকপ্টারে করে সকল ট্যুরিস্টকে ঐ স্থান থেকে সরিয়ে নেয়ার পর ওই নারী ‘রাইজ এ্যান্ড রেসিস্ট’ এবং ‘ট্রাম্পকেয়ার মেকস আস সিক’ লেখা টি-শার্ট প্রদর্শন করেন। অর্থাৎ তিনি কোন অপকর্মের জন্যে উঠেননি, বরঞ্চ ইমিগ্রেশন ইস্যুতে ট্রাম্পের নিন্দা ও প্রতিবাদ কর্মসূচির সমর্থনে সেখানে ‘আইস বিলুপ্তি’র ব্যানার টানাতে চান। এ অবস্থায় পুলিশ কিছুটা স্বস্তিবোধ করলেও বিনা অনুমতিতে ঐ স্থানে উঠার জন্যে ওই নারীকে গ্রেফতারের চেষ্টা করেন। প্রায় একই সময়ে নিউইয়র্ক সিটিতে ওই একই ব্যানারে বেশ কিছু আমেরিকান বিক্ষোভ করার সময় পুলিশ গ্রেফতার করেছে এক ডজনেরও অধিক নারীকে। তবে স্ট্যাচু অব লিবার্টিতে উঠার কোন কর্মসূচি ছিল না ওই গ্রুপের।
উল্লেখ্য, আইস (ইমিগ্রেশন এ্যান্ড কস্টিমস এনফোর্সমেন্ট) এজেন্টরা ট্রাম্পের নিষ্ঠুর নীতির বাস্তবায়নে অভিযান চালাচ্ছে। এজন্যে এই সংস্থাটি বিলুপ্তির দাবি উঠেছে জোরেশোরে। ইউএস সিনেটে বিরোধী দলীয় নেতা থেকে হাউজের নেতারাও এই সংস্থাকে যুক্তরাষ্ট্রের নীতি-নৈতিকতার পরিপন্থি কাজে লিপ্ত থাকার অভিযোগ করেছেন। সারা আমেরিকায় ৭ শত সিটিতে ৩দিন আগে বিক্ষোভ হয়েছে আইস বিলুপ্তসহ অভিবাসীদের গ্রেফতার অভিযান স্থগিত করার দাবিতে।
স্ট্যাচু অব লিবার্টি সংলগ্ন এলিস আইল্যান্ড পার্কে বেআইনীভাবে প্রবেশ ও ঐ স্ট্যাচুর ওপরে উঠার জন্যে পুলিশ ওই নারীকে গ্রেফতার করেছে। তার নাম টেরেসা ওকোমো (৪৫), থাকেন সিটির স্ট্যাটেন আইল্যান্ডে। ২৯ জুন এই ব্যানার হাতে তিনি আরো অনেকের সাথে সিটি ফোলি স্কোয়ারে বিক্ষোভ করেন। লেখাপড়া করেছেন কঙ্গোতে। নিউইয়র্কে বসবাস করছেন ১০ বছর যাবত।
More Stories
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...