স্পেনের রাজধানী মাদ্রিদ আর বাংলাদেশ দূতাবাস মাদ্রিদেই অবস্থিত। বার্সেলোনা রাজধানী না হলে অন্যতম গুরুত্বপূর্ণ একটি শহর। বৃহৎ একটি বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশির আধিপত্য রয়েছে এই শহরে। বার্সেলোনা এবং মাদ্রিদের দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এই দূরত্ব পাড়ি দিতে প্রায় একদিন সময় লেগে যায় সাথে লাগে দুইশত ইউরোর মত। মূলত এই সময় এবং অর্থ বাঁচানোর জন্যই এই কনস্যুলার সেবা ২০১৫ সালে চালু করে স্পেনের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।
২৫ ও ২৬ মে দূতাবাস টিম সেবা প্রদান করে বার্সেলোনায়। প্রথম দিন কাইয়্যা উর্খিল ১৪৫, বার্সেলোনায় সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেবা প্রদান করে এবং দ্বিতীয় দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এই সেবা প্রদান করে।
প্রথম দিনে সিরিয়াল গ্রহণকারীদের মেশিন রিডেবল পাসপোর্টের এনরোলমেন্ট, ৬ বছরের কম বয়সী বাচ্চাদের পাসপোর্টের আবেদন গ্রহণ করে যাদের ডিজিটাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষ্যে এক মাস আছে তাদের পাসপোর্ট রিনিউ এর আবেদন জমা নেয় এবং ওয়েজ আর্নাজ কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদন গ্রহণ করে।
দ্বিতীয় দিনে মেশিন রিডেবল পাসপোর্টের এনরোলমেন্ট, ৬ বছরের কম বয়সী বাচ্চাদের পাসপোর্টের আবেদন গ্রহণ করে যাদের ডিজিটাল পাসপোর্টের মেয়াদ কমপক্ষ্যে ১ মাস আছে তাদের পাসপোর্ট রিনিউ এর আবেদন জমা, পাসপোর্ট বিতরণ, ট্রাভেল পারমিট প্রদান, কাগজপত্র সত্যায়ন প্রভৃতি। ওয়েজ আর্নাজ কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদন গ্রহণ করে।
দুইদিনে ৬৫টি পাসপোর্টের আবেদন গ্রহণ করা হয়, ১৪৫টি পাসপোর্ট বিতরণ করেন, ২০টি বাংলাদেশি ভিসার আবেদন গ্রহণ করে, দুপুর ১টায় পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করে দূতাবাস সেবার সমাপ্তি করে রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের দূতাবাস টিম। ওই টিমে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম শ্রম সচিব শরিফুল ইসলাম, অফিস সহকারী সাইফুল, রেজা এবং নাসির।
More Stories
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন ফি কমল
সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা...
লস এঞ্জেলেসে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক: রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো...
‘জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এলাকা বৃহত্তর সিলেট’র কৃষ্টি ও...
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...