যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ নির্বাচনী এলাকা থেকে রাজ্যের সিনেটর প্রার্থী হিসেবে প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়েছেন বাংলাদেশি শেখ রহমান চন্দন। মঙ্গলবার (২২ মে) অনুষ্ঠিত এ নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির এ প্রার্থী চার হাজার দুই ভোট পেয়েছেন, যা মোট ভোটের ৬৮ শতাংশ। তার নিকটতম ডেমক্র্যাটিক পার্টির অপর প্রতিদ্বন্দ্বী কার্ট থম্পসন পেয়েছেন দুই হাজার ১১৭ ভোট।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রহমান এ জয়কে ‘বাংলাদেশিদের বিজয়’ বলে উল্লেখ করে বাংলাদেশি-এশিয়ান ভোটারসহ ডেমক্র্যাটিক পার্টির সংগঠক ও সদস্যদের কৃতজ্ঞতা জানান। এই এলাকায় রিপাবলিকান পার্টির কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি। শেখ রহমান ৬৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আগামী নভেম্বরের ডেমক্র্যাটিক পার্টির পক্ষে তিনিই অঙ্গরাজ্য নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী হিসেবে লড়বেন। আর সেটি হবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কারণ, এখানে রিপাবলিকান পার্টির কোনো প্রার্থী নেই।
উল্লেখ্য যে, শেখ রহমান হলেন প্রথম বাংলাদেশি-আমেরিকান এবং প্রথম দক্ষিণ এশিয়ান, যিনি ডেমক্র্যাটিক পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
নরক্রস, লিলবার্ন ও লরেন্সভিল শহর নিয়ে গঠিত এ এলাকায় ৮ বছর ধরে ডেমক্র্যাটিক পার্টির পক্ষ থেকে কার্ট থম্পসন সিনেটর হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন। তিনি এ নির্বাচনে হেরে গিয়ে তার সিনেটর পদটি দীর্ঘদিন পর হারাতে চলেছেন।
এ বিজয়ে উল্লাস প্রকাশ করে শেখ রহমানের নির্বাচন পরিচালনা কমিটির মূখ্য সমন্বয়কারী মুক্তিযোদ্ধা আলী হোসেন এনআরবি নিউজের এ সংবাদদাতাকে বলেন, এটি বাংলাদেশিদের বড় একটি জয়। আর এ বিজয়ের মধ্য দিয়েই মূলধারায় আরোহনের পথ খোলে গেল। শেখ রহমান তার প্রতিটি কর্মকাণ্ডে অভিবাসী সমাজের অধিকার ও মর্যাদাকে প্রাধান্য দেবেন। অভিবাসী সমাজের বিপক্ষে যে কোনো পদক্ষেপ রুখে দিতে সোচ্চার থাকবেন অঙ্গরাজ্য পার্লামেন্টে।
এদিকে, শেখ রহমানের বিজয়ে বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণ তাকে অভিনন্দন জানিয়েছে। শেখ রহমানের এ বিজয় শুধু বাংলাদেশি আমেরিকানদেরই বিজয় নয়, এর মধ্য দিয়ে অভিবাসী সমাজের বিজয়ের পথ সুগম হলো বলে এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিদিন উল্লেখ করেছে।
দক্ষিণ এশিয়ান আমেরিকান শ্রমিকদের জাতীয় মোর্চা ‘এসাল’র ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন আরেক বিবৃতিতে শেখ রহমানের বিজয়ে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এসালও শেখ রহমানের পক্ষে মাঠে নেমেছিল।
More Stories
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...