Read Time:3 Minute, 3 Second

প্রস্তাবিত লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল প্রণয়নের পথ এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ১৯ জুন হ্যাঁ/না ভোটের মাধ্যমে স্থীর হবে লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল হবে কি হবে না।
ইতিমধ্যে জানা গেছে কোরিয়ান কমিউনিটি বলিষ্টভাবে লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল না হওয়ার পক্ষে অবতীর্ণ হয়েছে। তাদের টিভি, নিউজ মিডিয়ায় ব্যাপক প্রচারণায় বলা হচ্ছে, লিটল বাংলাদেশ কোরিয়া টাউনের অর্ধেক অংশ ভেঙ্গে নিয়ে যাচ্ছে লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল গঠন করার জন্য।

সকল কোরিয়ান কমিউনিটিকে সক্রিয় হয়ে ‌’না’ সূচক ভোটের মাধ্যমে কোরিয়া টাউনকে রক্ষা করার আহ্বান জানাচ্ছে। এমনকি সাউথ কোরিয়ার টিভি মিডিয়া থেকেও সম্প্রচারের সংবাদ পাওয়া গেছে।
উল্লেখ্য, নর্থ কোরিয়ার বাইরে লস এঞ্জেলেসের কোরিয়া টাউন সর্ববৃহত্তর কোরিয়ান কমিউনিটির বসবাস এবং ব্যবসাস্থল। লস এঞ্জেলেস কোরিয়ান কমিউনিটি ব্যাপক ভাবে ভোটে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
অপরদিকে বাংলাদেশ কমিউনিটির মাঝে কোন প্রচারণা বা সচেতনতার লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। ফলে প্রস্তাবিত লিটল বাংলাদেশ নেবারহুড কাউন্সিল চ্যালেঞ্জের মুখে রয়েছে।

কমিউনিটি যদি একত্রে সকলে মিলে বিষয়টি নিয়ে প্রচারণা এবং ভোট কেন্দ্রে গিয়ে হ্যাঁ ভোট দান না করে তাহলে সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশংকা দেখা দিতে পারে বলে অভিজ্ঞমহল মনে করেন।
এই সম্ভাবনা হারালে পরবর্তীতে আর কোন সুযোগ থাকবে না বলে প্রস্তাবকারীরা জানান।
নির্বাচনের পূর্বে নেবারহুড ইলেকশন কমিশন তিনটি মিটিং এর ব্যাবস্থা করেছে, যার প্রথমটি হবে ৭ মে (সোমবার) ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত। স্থান : পিও পিকো লাইব্রেরী কমিউনিটি (রুম নং ৬৯৪, সাউথ অক্সফোর্ড এভিনিউ, লস এঞ্জেলেস, ক্যালি-৯০০৫)। দ্বীতিয় মিটিং হবে ১৭ মে (বৃহস্পতিবার) বিকেল ৫টায়। স্থান : আলেকজান্ডিয়া এলিমেন্টরী স্কুল (৪২১১, ওকউড এভিনিউ, লস এঞ্জেলেস, ক্যালি-৯০০০৪)।
তবে তৃতীয় মিটিং এর দিন এখনও ধার্য করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রিয়াদ বাংলা স্কুলের ম্যাগাজিন ‘নীরব নিসর্গ’র মোড়ক উম্মোচন
Next post পর্তুগালে প্রবাসী নাগরিক শান্তি-ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
Close