সামনের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের বিজয়ে একযোগে কাজের সংকল্পে অনুষ্ঠিত হলো মিশিগান স্টেট ও ডেট্রয়েট মহানগর আওয়ামী লীগের সম্মেলন।
গত রবিবার অনুষ্ঠিত এ সম্মেলনে সর্বস্তরের নেতাকর্মীর বিপুল সমাগম ঘটেছিল। সকলেই দ্বিধা-দ্বন্দ্ব ভুলে বাংলাদেশকে এগিয়ে চলার কার্যক্রমে সাধ্যমত সহায়তা প্রদানের অঙ্গীকারও করেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তিনি সকলকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার কর্মগুণের সুফল পাচ্ছে গোটা বাংলাদেশ। বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি। উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে প্রতিটি দেশপ্রেমিক প্রবাসীকে সোচ্চার থাকতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ, আবুল হাসিব মামুন প্রমুখ।
তিনশ’রও অধিক কাউন্সিলর এ সম্মেলনে অংশগ্রহণ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সামাদ আজাদ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশি অধ্যুষিত প্রতিটি অঙ্গরাজ্যেই সম্মেলন করা হচ্ছে। এর মধ্য দিয়ে সারা আমেরিকায় বঙ্গবন্ধুর সৈনিকদের ঐক্য সুসংহত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আর সবকিছু সুন্দরভাবে এগিয়ে নিতে দিক-নির্দেশনা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
নবগঠিত মিশিগান স্টেট কমিটির সভাপতি হয়েছেন ফারুক আহাদ চান এবং সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসা। অপরদিকে, মহানগরী কমিটির সভাপতি হচ্ছেন আব্দুস শুকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালিব।
More Stories
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...