Read Time:3 Minute, 6 Second

গত ৩০ শে এপ্রিল সোমবার ক্যালিফোর্নিয়া এস্টেট আওয়ামী সেচ্চাসেবকলীগ লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনসুলেটের সম্মুখে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধন করে৷
মানববন্ধন উত্তর এক সমাবেশে বক্তরা বলেন, বিএনপি জামাত মদতপুস্ট একটি মহল কনস্যুলেটের বিভিন্ন অনুষ্ঠান মালায় নিমন্ত্রণ না পেয়ে তারা কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এ ছাড়াও স্হানীয় হিন্দু সম্প্রদায়ের সংগঠন বিভক্তিকারী এক ব্যাক্তি ব্যাক্তিগত সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে কনসুলেট ও সরকারবিরোধি কর্মকান্ডে লিপ্ত রয়েছে। বিএনপি জামাত নেতৃবন্দরা নেপথ্যে থেকে ঐ ব্যাক্তিকে সামনে রেখে সরকারের ভাবমূর্তি নষ্ট করার মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করছেন। মানব বন্ধনে স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করে৷ একটি প্লাকার্ডে কমার্শিয়াল কনসাল আল মামুনের বিরুদ্ধে তারা নারীর শ্লীলতাহানির অভিযোগ করেন এবং তদন্তপূর্বক বিচার দাবি করে।
এ বিষয়ে কমার্শিয়াল কনসাল আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট”৷ তবে প্রতিবেদকের কাছে তিনি স্বীকার করেন ২০১০ সনে তিনি আমেরিকাতে বিয়ে করেছেন ৷’
তিনি আরো বলেন,” যেহেতু প্রতিবাদকারীরা তদন্ত দাবি করেছে,সুতরাং তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে “৷ এর বেশি তিনি মন্তব্য করতে রাজি হননি ৷
সেচ্ছাসেবকলীগ সভাপতি শাহ আলম খান চৌধুরীর কাছে এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি বলেন, ” গত বছর লোটাস ফেস্টিভ্যালে কমার্শিয়াল কনসাল মামুনের বিরুদ্ধে একজন নারী শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন বলে আমরা শুনেছি”৷
তবে আল মামুনের বিরুদ্ধে কমিউনিটিতে বিভক্তি সৃষ্টির বিভিন্ন অভিযোগ করেন ৷
ক্যালিফোর্নিয়া এস্টেট আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রব সাহেবও কনসাল মামুনের বিরুদ্ধে একই অভিযোগ করে তদন্ত দাবি করেন ৷

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তুরস্কের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Next post আনসাং হিরো অ্যাওয়ার্ড পেলেন লস এঞ্জেলেস কমিউনিটির মারুফ
Close