Read Time:2 Minute, 40 Second

প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে মালয়েশিয়া সেলংগর প্রদেশের সুংগাই বুলুহ বাংলা পাছার বাংলাদেশীদের পরিচালনাধীন বাইতুল ফালাহ মসজিদের উদ্যেগে মসজিদ প্রাঙ্গনে সপ্তম ইসলামী মহা সম্মেলন।

মঙ্গলবার বিকেলে ৩টা থেকে শুরু হওয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামাল।

সুঙ্গাই বুলুর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জন্টুর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় সুমধুর বক্তা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)।

ওয়াজ মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাও. সাইদুল আসাদ, মাও. মুফতি আব্দুল কাইউম মোল্লা, হযরত মাও. ফাইজুল্লাহ। মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফেজ আবু রায়হান।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী দাতো আক্তার হোসেন, রাওয়াং এর বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. ওবায়দুল হক ও সুঙ্গাই বুলুর বিশিষ্ট ব্যাবসায়ী মো. নাছির মিয়া প্রমুখ।

মঙ্গলবার মহান মে দিবসের ছুটি থাকায় এবারের মাহফিলে অন্যান্য বছরের তুলনায় এবার প্রচুর প্রবাসী বাংলাদেশিদের সমাগম ঘটে মাহফিলে। বিকেল ৩টা থেকে শুরু হওয়া মাহফিল মসজিদের আঙিরা ছাড়িয়ে ছেড়ে যায় পাশের রাস্তায়। আগত মুসল্লিরা গভীর মনোযোগ সহকারে শুনেন আগত মেহমানদের তাফসীর।

মাহফিলে স্থানীয় সুঙ্গাই বুলু ছাড়াও রাওয়াং, কুয়ালালামপুর, কেপং, আমান পুরী, দামানসারা দামাই,কোতা দামানসারাসহ আশপাশের কয়েকশ প্রবাসী অংশগ্রহণ করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভিয়েনায় কিশোরগঞ্জ প্রবাসীদের বর্ষবরণ
Next post তুরস্কের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Close