Read Time:1 Minute, 54 Second

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (BUFLA )’র দুবারের সভাপতি, লস এঞ্জেলেস বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সমাজ সেবক ডাঃ হাশেমের রোগমুক্তিতে ২৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় বাফলা অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পর্ব ছাড়াও উপস্থিত অনেকে ডাঃ হাশেমের মানবতার পক্ষে গৃহীত বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।

আলোচনা পর্বে উল্ল্যেখযোগ্যদের মধ্য অংশ গ্রহণ করেন বিশিষ্ট শিল্পপতি ডাঃ কালী প্রদীপ, মোমিনুল হোক বাচ্চু, মশহুরু হুদা, মামুন লস্কর, বাফলা নেতা ডাঃ মাহবুব খান, সামসুদদিন মানিক, ডা: প্রদীপ, আনিসুর রহমান, ড্যানী তৈয়ব, শহিদুল ইসলাম, মেজর হামিদ, জিয়া শাওন, ফিরোজ আলম, মোহাম্মদ আলী সহ আরও অনেকে। আলোচনা পর্ব পরিচালনা করেন বাফলার বর্তমান সভাপতি নজরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদ আলম।

উল্লেখ্য, তিনি (ডা: হাশেম) আগামী ৪ মে দেশে যাচ্ছেন। সেখানে তিনি কিডনী প্রতিস্থাপন করাবেন। বাংলাদেশের একজন সহৃদয়বান ব্যক্তি ডা: হাসেমকে কিডনী দান করতে আগ্রহী হওয়ায় বাংলাদেশে যাচ্ছেন তিনি। সেখান থেকে কলকাতায় গিয়ে অপারেশন করবেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post লস এঞ্জেলেস কন্সুলেট অফিসে আ.লীগ ও তার সহযোগী সংগঠনের বিক্ষোভ স্মারকলিপি পেশ
Next post প্রবাসী বাংলাদেশিদের পহেলা বৈশাখ
Close