ইংল্যান্ডের লেস্টার শহরে এক তরুণীকে ধর্ষণের দায়ে বাংলাদেশি নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড হয়েছে। তার নাম কমর উদ্দিন (৬৮)। গত শুক্রবার লেস্টার ক্রাউন কোর্টের বিচারক টিমোথি স্পেনসার কিউসি এ রায় ঘোষণা করেন।
২০১৫ সালে ২৫ ফেব্রুয়ারি লেস্টারের হাইফিল্ডস এলাকার লিংকন স্ট্রিটে তরুণীর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কমর উদ্দিন স্থানীয় কমিউনিটিতে বিভিন্ন মসজিদের ইমাম ছিলেন। মানসিক বিপর্যস্ত ১৯ বছর বয়সী এক তরুণীর জিন তাড়াতে ইমাম কমরকে বাসায় ডাকেন তাঁর বাবা। মোমবাতির অল্প আলোয় তাকে ধর্ষণ করেন কমর।
এ ঘটনার পর কমর উদ্দিনকে গ্রেপ্তার করা হয় এবং জামিন নিয়ে তিনি জার্মানি পালিয়ে যান। গত বছরের নভেম্বরে জার্মানি থেকে তাকে ধরে নিয়ে আসা হয় বিচারের মুখোমুখি করতে।
রায়ের আগে বিচারক টিমোথি স্পেনসার কাঁদতে থাকা কমর উদ্দিনের উদ্দেশে বলেন, ‘আপনি কাঁদছেন কেন?’ আসামি বলেন, ‘আমার মনে আঘাত লাগছে।’
বিচারক বলেন, ‘আপনার কেবল নিজের জন্য খারাপ লাগছে?’ উত্তরে কমর বলেন, ‘আমার পরিবারের জন্য, আমার জন্য, প্রত্যেকের জন্য।’
বিচারক বলেন, ‘বাজে কথা বলবেন না, আপনি একটা প্রতারক, ভণ্ড ও আপনার ধর্মের জন্য লজ্জার।’
বিচারক স্পেনসার বলেন, ‘মেয়েটির বয়স মাত্র ১৯ ছিল। আর আপনি ঠিকই বলেছেন আপনার নাতনির বয়সীই ছিল সে।’
২০১৫ সালের ফেব্রয়ারিতে মেয়েটি খুব হতাশাগ্রস্ত ছিল। পরিবারের এক সদস্য মারা যাওয়ার শোক সে ভুলতে পারছিল না। সে পরিবারের অন্যদের মতোই আধ্যাত্মিক পৃথিবী ও জিনে তার গভীর আস্থা ছিল।’
বিচারক স্পেনসার কমরকে বলেন, ‘আপনি এই কমিউনিটিতে একজন বিশ্বস্ত ইমাম ছিলেন। আপনি এটা বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে, আপনি জিন তাড়াতে পারেন।’ তিনি বলেন, ‘(মেয়েটির) পরিবার আপনার ওপর আস্থা রেখেছিল, বিশেষ করে মেয়েটির বাবা এবং আপনি তাদের সঙ্গে প্রতারণা করেছেন।’
স্পেনসার বলেনম ‘আপনাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানানো হলো এবং দুর্দশাগ্রস্ত মেয়েটির জিন তাড়িয়ে আপনি তাকে সহায়তা করবেন।’
তিনি বলেন, ‘আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য মেয়েটির দুর্দশা দূর করতে কোনো সহায়তা করেননি, বরং আরো হতাশায় ফেলেন।’
বিচারক বলেন, ‘যা কিছু হয়েছে তার জন্য আপনার কোনো সংযম ছিল না। নিজের ইচ্ছামতো আপনি তাকে ধর্ষণ করেন।’
আদালত বলেন, পরীক্ষায় মেয়েটির শরীরের আসামির ডিএনএ পাওয়া গেছে। বিচারক আসামিকে বলেন, ‘আপনি ধর্মের প্রতি এটা লজ্জাজনক প্রতারক এবং ইসলামিক কমিউনিটিতে যে অবস্থান আপনার তার জন্যও লজ্জার।’
রায়ের পর কমর উদ্দিনের আইনজীবী জেমসন ম্যাকলার্নন বলেন, এর আগে তার কোনো অপরাদের প্রমাণ পাওয়া যায়নি। তার বড় পরিবার রয়েছে বাংলাদেশে। তারা কমর উদ্দিনের রোজগারের ওপর নির্ভরশীল।
More Stories
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন ফি কমল
সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা...
লস এঞ্জেলেসে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক: রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো...
‘জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এলাকা বৃহত্তর সিলেট’র কৃষ্টি ও...
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...