নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত ২৩ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। মরদেহগুলো বহনকারী বিমানবাহিনীর বিশেষ বিমানটি সোমবার বিকেল ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
মরদেহগুলো গ্রহণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিমানবন্দর থেকে মরদেহগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হয়। সেখান থেকে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় তাদের স্বজনদের কাছে।
প্রিয়জনদের মরদেহ বুঝে নিতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হয় বিধ্বস্ত উড়োজাহাজের কো-পাইলট পৃথুলা রশিদের বাবা আনিসুর রশিদ ও মা রাশেদা বেগমসহ নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক এক পরিস্থিতির অবতারণা হয়েছে।
পৃথুলার মা রাশেদ বেগম তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘এই মুহূর্তে পৃথুলার জন্য সবাই দোয়া করবেন, যাতে ও শান্তিতে থাকতে পারে।’ এছাড়া উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত সবার জন্যও দোয়া চান তিনি।
নিহতদের জানাজায় অংশ নিতে আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন উড়োজাহাজ দুর্ঘটনায় আহত মেহেদী হাসানও। দুর্ঘটনায় তিনি, তার স্ত্রী সাঈদা কামরুন্নাহার স্বর্ণা ও ফুপাত ভাইয়ের স্ত্রী আলমুন নাহার অ্যানি বেঁচে যান। তবে প্রাণ হারান মেহেদী ফুফাত ভাই এফএইচ প্রিয়ক ও প্রিয়কের মেয়ে তামারা প্রিয়ন্ময়ী।
এর আগে সোমবার সকালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসে এই ২৩ জনের প্রথম জানাজা সম্পন্ন হয়।
গত ১২ মার্চ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৬ জন বাংলাদেশি, যাদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে।
পরিচয় শনাক্ত হওয়া ২৩ জন হলেন— বিলকিস আরা, আখতারা বেগম, মো. রকিবুল হাসান, মো. হাসান ইমাম, মিনহাজ বিন নাসির, তামারা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এসএম মাহমুদুর রহমান, তাহারা তানভীন শশী রেজা, অনিরুদ্ধ জামান, রফিক উজ জামান, উম্মে সালমা, আঁখি মনি, নুরুন্নাহার, শাহিন আক্তার নাবিলা, এফএইচ প্রিয়ক, কেএইচএম সাফে এবং পাইলট আবিদ সুলতান, কো-পাইলট পৃথুলা রশীদ, খাজা সাইফুল্লাহ, ফয়সাল, সানজিদা ও নুরুজ্জামান।
More Stories
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন ফি কমল
সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা...
লস এঞ্জেলেসে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক: রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো...
‘জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এলাকা বৃহত্তর সিলেট’র কৃষ্টি ও...
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...