Read Time:2 Minute, 21 Second

ক্যালিফর্নিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ‘বার্ষিক বনভোজন ২০১৮’ সম্পন্ন। গত ৪ মার্চ, রবিবার, ২০১৮ দুপুর ১২টায় BRAND PARK 1601 West Mountain street, Glendale, CA 91201। এক নান্দনিক পরিবেশে প্রীতি সমাবেশের মধ্যদিয়ে ‘বনভোজন’ অনুষ্ঠিত হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীবৃন্দ স্ব স্ব উদ্যোগে বিভিন্ন ধরনের রসাধর খাদ্য সামগ্রী তথা নিজ পরিবারের পক্ষ থেকে মজাদার দেশীয় রান্না ও দেশীয় পিঠা নিয়ে উপস্থিত হন। সংগঠনের সভাপতি মো: শাহ আলম খাঁন চৌধুরী ও সাধারন সম্পাদক মিজান আজাদ দ্বৈত পরিচালনায় পুরুষদের বেটমিন্টন ও মেয়েদের মিউজিকেল চেয়ার প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

বার্ষিক বনভোজন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নেত্রী সাজেদা আক্তার, ক্যালিফর্নিয়া স্ট্যাইট আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান এবং সহ সসভাপতি বীর মুক্তি যোদ্ধা মিয়া আব্দুর রব, সিটি আওয়ামী লীগের প্রাক্তণ প্রতিষ্ঠাতা সভাপতি জাকির খাঁন সহ আরও অনেক আওয়ামী কর্মী। সভা শেষে শফিক ভাই ও সাজেদা আপা আবেগ আপ্লুত হয়ে বলেন দীর্ঘ প্রবাস জীবনে এত সুন্দর পরিপাটি, সুচারু ও বিভিন্ন রসালো খাদ্য সমৃদ্ধ বনভোজনে অংশ গ্রহন করে ছেলে বেলার কথা মনে পড়ে গেল। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের সম্মানবোধ এবং বিজ্ঞজনের প্রতি কর্তব্যবোধ আমাকে মোহিত করেছে। আমি তাদের একতা আর উদ্যমের প্রশংসা করি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষিত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্যারিসে বসন্তবরণ উৎসব
Next post নানামুখী বিতর্ক জয় করে বাফলা স্বমহিমায় উজ্জ্বল
Close