Read Time:2 Minute, 6 Second

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের মতো আমেরিকাতেও আজীবনের প্রেসিডেন্ট দরকার। তিনি আশা করেন, একসময় আমেরিকা এমন পথ উন্মুক্ত করবে যাতে একজন ব্যক্তি আজীবন প্রেসিডেন্ট হিসেবে দেশকে সেবা দিতে পারেন। চীনা প্রেসিডেন্টকে মহান ব্যক্তি বলেও প্রশংসা করেন ট্রাম্প।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশটির জন্য আজীবনের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরিকল্পনা নেওয়ার পরই ট্রাম্প একথা বলেন।

চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনা অনুসারে, নির্ধারিত দুই মেয়াদের পরিবর্তে আজীবনের জন্য শি জিন পিংকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেয়া হবে।

ফ্লোরিডায় তহবিল সংগ্রহ উপলক্ষে এক অনুষ্ঠানে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন। এছাড়া, ইরাকে মার্কিন সামরিক আগ্রাসনকে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। তবে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে সত্যিকারের মেধাবী হিসেবে মন্তব্য করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্টকে একজন ‘মহান ভদ্রলোক’ উল্লেখ করে বলেন, কয়েকশ বছরের মধ্যে শি জিনপিং হচ্ছেন সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। ট্রাম্পের এসব বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউজ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে চায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদার মুক্তির দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন
Next post খালেদার মুক্তির দাবিতে মালয়েশিয়ার সেরেমবানে লিফলেট বিতরণ
Close