Read Time:1 Minute, 45 Second

ইতালির জাতীয় নির্বাচন আগামীকাল। পুরো দেশ জুড়ে এখন বইছে নির্বাচনী ভোটের হাওয়া। অর্থনৈতিক সংকট আর ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতার মধ্যেই আগামীকাল রবিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোমে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় চলছে জয় পরাজয়ের হিসাব নিকাশ। দশ হাজার প্রবাসী বাংলাদেশি ইতালির নাগরিক এই নির্বাচনে ভোট দিতে পারবেন। বিদেশিদের পক্ষে কাজ করবেন এমন দলকেই ভোট দিবেন তারা।

চার বছর আগে সাবেক প্রধানমন্ত্রী সিলভার দ্য বার্লুসকোনির পর মারিও মন্তি, এনরিকো লেত্তা, মাত্তেও রেন্সি এবং সর্বশেষ পাওলো জেনতিলিনিনিসহ ৪ বার সরকার পরিবর্তন হয়েছে দেশটিতে। তবে তাদের একজনও নির্বাচিত ছিলেন না।

ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেক্ট্রোরাল পদ্ধতিতে এবার এক সঙ্গে দু’টি নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটি জাতীয় এবং অন্যটি আঞ্চলিক নির্বাচন। ভোটাররা নিজ নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে দু’টি করে ভোট দিতে পারবেন।

ইতালিতে বিদেশি ভোটারের সংখ্যা চার লাখের বেশি। এর মধ্যে বাংলাদেশি দশ হাজার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৭ মার্চ উদযাপনের প্রস্তুতি উত্তর আমেরিকায়
Next post জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ডেনমার্ক প্রবাসীদের
Close