কাজী মশহুরুল হুদা :
দেশ ছেড়ে যখন মানুষ পরবাসে যায়, সেখানে ভরসা হিসেবে থাকে স্বদেশী মানুষ। স্বাধীনতার পর আমেরিকায় নিউইয়র্ক, লস এঞ্জেলেস সহ বিভিন্ন অঙ্গ প্রদেশে প্রবাসী বাংলাদেশী বসবাস করেন।
ওপি-১ সহ ডিভি’তে এদেশে এসেছেন বহু মানুষ। তারা কোন না কোনভাবে প্রবাসীদের সহায়তায় জীবিকার সন্ধান করে নিয়েছেন। অগ্রজ প্রবাসীদের মধ্যে অনেকের নাম আসে। আমি এখানে একজনের কথা উল্লেখ করব। যিনি মোহাম্মদ বাবুল হোসেন। ডিবি নিয়ে ২০০১ সালে এদেশে পাড়ি জমিয়ে লস এঞ্জেলেসে বসবাস করছেন।
মোহম্মদ আশরাফ হোসেন বাবুল মানিকগঞ্জের সিংগড়াই অঞ্চলের মানুষ। উচ্চ শিক্ষায় শিক্ষিত নন, তথাপি তিনি এখানে আসার পর নিজের অবস্থান করে নিয়েছেন পরিশ্রমের মাধ্যমে। তিনি নি:স্বার্থভাবে আগতদের কাজের ব্যবস্থা করে দিয়েছেন। অনেকের সমর্থ থাকার পরেও এই কাজটি করার মানষিকতা নেই। মুষ্টিমেয় ব্যাক্তিবর্গ এই প্রবাসে দু:সময়ে প্রবাসীদের পােশে দাঁড়ায়। তাদের মধ্যে বাবুল অন্যতম।
প্রবাসে অবসহায় মানুষের পাশে দাঁড়ানোর মত মহৎ কাজ কি আর হতে পারে?
বাবুল উত্তরণ সাংস্কৃতিক গোষ্টির মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠেন। বাফলার সাথে জড়িত থেকে এবং মানিকগঞ্জ সমিতির সদস্য শ্রম ও অর্থ দিয়ে কমিউনিটির মানুষ ও কর্মসূচী বাস্তবায়নে সহায়তা করে থাকেন।
বাবুলদের মত মুষ্টিমেয় কিছু মানুষের সহায়তায় প্রবাসে চাকরি, পরমর্শ ও আর্থিক সহায়তায় কমিউনিটির অনেক মানুষ উপকৃত হয়েছে এবং হচ্ছে। প্রবাসে এধরণের মানুষ বেশি প্রয়োজন।
নি:স্বার্থ ভাবে বিদেশ বিভূয়ে অন্যের উপকার বিরল। স্ত্রী সহ দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে লস এঞ্জেলেসে বসবাস করছেন তিনি। স্ত্রী কেএফসি’র ম্যানেজার। বাবুল সবার কাছে ঝাল-মুড়ি বাবুল হিসেবে সুপরিচিত। এর অবশ্য একটা কারণও আছে। যদিও এটা গর্বের। প্রবাসে স্থানীয় পর্যায়ে বড় কোন অনুষ্ঠান হলে বাবুল সেখানে ঝাল-মুড়ির স্টল দিয়ে বসেন। স্বল্প অর্থায়নে খাবার ক্যাডারিং এ ও তার সুনাম রয়েছে। চমৎকার রান্নাও করেন তিনি।
চাকুরিজীবী বাবুল সব ব্যস্ততার মাঝে প্রতি সপ্তাহে ৮/১০ জন স্থানীয় হোমলেসদের খাদ্য বিতরণ করে আসছেন। এটা বাবুলের মহানুভবতার পরিচয়।
আগামীতে প্রবাস কলামে এমনইভাবে প্রবাসী সফল ও নি:স্বার্থ মানবপ্রেমী বন্ধুদের তুলে ধরার চেষ্টা করবো। যারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে কমিউনিটির মানুষদের উপকারে এগিয়ে আসেন।
এমনকি কোন প্রবাসী বন্ধু যদি এমন সব মানুষের সন্ধান জেনে থাকেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এসব সাদা মনের মানুষদেরকে সবার সামনে তুলে ধরতে চাই।
মানবতার জয় হোক। হুদা শান্তি, শান্তি, শান্তি।
More Stories
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন ফি কমল
সাময়িকভাবে চীন সরকার তার দেশের ভিসা আবেদন ফি কমিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে জানায়, বিদেশে চীনা...
লস এঞ্জেলেসে স্বরচিত কবিতা পাঠের আসর অনুষ্ঠিত
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক: রাইটার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যালিফোর্নিয়া শাখার আয়োজনে লস এঞ্জেলেস’র বাংলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো...
‘জাললাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
প্রবাস ডেস্ক থেকে, শামসুল আরিফীন বাবলু: সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদী বেষ্টিত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এলাকা বৃহত্তর সিলেট’র কৃষ্টি ও...
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...