Read Time:3 Minute, 48 Second

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে অর্পণ বাংলাদেশ মালয়েশিয়া শাখা। শুক্রবার রাতে রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বি রসনা বিলাস রেস্টুরেন্ট-এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অর্পণ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর ও মো. নাজমুল হাসানের সঞ্চালনায় ও অর্পণ বাংলাদেশের সদস্য হেলাল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক প্রফেসর ওয়াহিদুজ্জামান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপি (একাংশ) সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সফল কমিশনার মির্জা খোকন, বিএনপি মালয়েশিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন, সাধারণ সম্পাদক ও অর্পণ সদস্য এস এম বশির আলম।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, যুবদল মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, বুকিত বিন্তাং বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, যুবদলের সিনিয়র সহ সভাপতি মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, কে.এল সসেন্ট্রাল বিএনপির সভাপতি আবুল কাশেম নয়ন, বুকিত বিন্তাং শাখার সাধারণ আনোয়ার হোসেন সেলিম, অর্পণ সদস্য ও স্বেচ্ছাসেবক দল সিমুনিয়া শাখার সভাপতি খালিদ হাসান রিপন, অর্পণ সদস্য শেখ মো. সেলিম, রিপন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ অর্থ সম্পাদক আবুল কালাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি বাদল আহমেদ, অর্পণ বাংলাদেশ মালয়েশিয়া শাখার সদস্য, হাসমত আলী,দিদার হোসেন, জনি হাওলাদার, হাফিযুর রহমান, মোস্তফা কামাল, নাসির আহমেদ শরিফ, জাফর বেপারি, ওয়াদুদ, টিপু সুলতান, আব্দুল মান্নান, নাঈম, যুবনেতা মুনছুর সর্দার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা, মালয়েশিয়া শহীদ জিয়া ফোরামের সদস্য দেলোয়ার মাঝি, বিদ্যুত হোসেন বিজয়, হারুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দল হাংতুয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মসজিদ ইন্ডিয়া শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ২০১৬ সালের নির্বাচনে অভিযুক্ত ১৩ রাশিয়ান, ফেঁসে যাচ্ছেন ট্রাম্প!
Next post রোহিঙ্গা সঙ্কটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেই বহন করতে হবে
Close