Read Time:2 Minute, 7 Second

মদিনা মুনাওয়ারায় ইসলামী জ্ঞানের মেগা রিয়েলিটি শো আলোকিত জ্ঞানী-২০১৮ এর শুভ উদ্বোধন হয়েছে।

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগের অধ্যাপক ড. হুসাইন বিন নাফা আল জাবেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আব্দুল বাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা ইসলামিক সেন্টার বাংলা বিভাগের প্রধান হাফেজ কাজি জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনা ইসলামি সেন্টার বিদেশ বিভাগের প্রধান মোস্তফা মুতলাক আল ওয়াফি ও রাহবার মাল্টি মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও আলোকিত জ্ঞানী এর পরিচালক মুহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শেখ সাদী বিন আব্দুর রশিদ। এছাড়া অনুষ্ঠানে নিজেদের অনুভূতি প্রকাশ করেন ২০১৭ সিজনের সেকেন্ড রানারআপ নাজমুল হাসান, ফার্স্ট রানার আপ শরীফুল ইসলাম এবং চ্যাম্পিয়ন মুহাম্মদ মিজানুর রহমান।

ইসলামী দাওয়ায় বিশেষ অবদান রাখায় মদিনার বিশিষ্ট আলেমে দ্বীনদের আলোকিত জ্ঞানী অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য আলোকিত জ্ঞানী অনুষ্ঠানটি ২০১৫ সালে শুরু হয়। ২০১৮ তে অনুষ্ঠানটির চতুর্থ সিজন শুরু হল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post পর্নস্টারকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছেন ট্রাম্পের আইনজীবী
Next post যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তথ্য ও প্রযুক্তিবিদদের সমিতি বিএআইটিপিএ গঠন
Close