বিদেশ বিভূঁইয়ে সপ্তাহ ঘুরে একটি ছুটির দিনের অপেক্ষা সকলের। ব্যাচেলর, বিবাহিত ব্যাচেলর কিংবা পরিবার বর্গ, ছুটির দিনটি কাটাতে উন্মুখ হয়ে থাকেন সপ্তাহের অন্যান্য দিনও। উৎসবমুখর ঘরোয়া ছোট বড় আয়োজনগুলো কর্মব্যস্ত প্রবাসীদের প্রাণের সঞ্চার ঘটায়।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমনি একটি আয়োজন ছিল শুক্রবার।
আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)-এর আয়োজনে ‘পরবাসে আনন্দের একদিন’ আনন্দ উৎসবটি স্থানীয় মুশরিফ পার্কে সত্যি সত্যিই আনন্দের বানে ভাসায় উপস্থিত প্রায় দুই শতাধিক প্রবাসীদের।
বাদ জুমার পরপর সকলের মিলিত হওয়া, ভুরিভোজ। ধীরে ধীরে অতিথিদের আগমন। নারীদের পিঠা প্রতিযোগিতা, বাচ্চাদের চিত্রাঙ্কন, খেলাধুলা, প্রবাসী শিল্পীদের সঙ্গীত পরিবেশন, নৃত্য, কবিতা-ছড়া আবৃত্তি সবই ছিল প্রাণবন্ত। সবচেয়ে আর্ষকণ ও বিনোদনের খোরাক হয় ‘স্বামীর কাছের পত্র লেখা’ প্রতিযোগিতা। শুধু চিঠি লিখেই শেষ নয়, নিজ হাতে নিয়ে সে চিঠি পড়ে শোনান প্রতিযোগিরা। প্রতিটি চিঠির লাইন যেন, আনন্দ ও বিনোদনের ঢেউ তুলছিল উপস্থিত সকলের অন্তরে। সেই আনন্দের ঢেউ থেকেই কড়তালির ধ্বনি-প্রতিধ্বনিতে মুখোরিত হয় চারপাশ।
প্রতিটি প্রতিযোগিতার ছিল ভিন্ন ভিন্ন বিচারক, ছিলেন ভিন্ন ভিন্ন পরিচালক। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ। আনন্দ, আড্ডা আর প্রতিযোগিতার পুরস্কার বিতরণটিও ছিল টান টান উত্তেজনার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রসাসের আহ্বায়ক মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী। পুরো আয়োজন যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুল ইসলাম তালুকদার ও সাবেক সভাপতি শিবলী আল সাদিক।
পূর্ব ঘোষিত পিঠা প্রতিযোগিতার বার্তা পাওয়া ভাবির বাসা থেকেই নিয়ে আসেন হরেক রকমের পিঠা। দুধের পিঠা, ভাপা পিঠা, তেলের পিঠা, সাঁচের পিঠা, পুয়া পিঠা, পাটি স্পটা পিঠা আরো কত কি! বিচারকদের রায়ে এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে যৌথভাবে প্রথম হন নিশাত জাহান নিশু ও ডা. নুসরাত ইয়াসমিন (যৌথ), দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীও ছিলেন যৌথভাবেই আকলিমা সুলতানা সাথী ও নিলুফা আকতার এবং তৃতীয় শবনম আকতার ও সালেহা।
স্বামীর কাছে পত্র লিখে বিজয়ী হন প্রথম ইসরাত জাহান, দ্বিতীয় স্বপ্না ও তৃতীয় হয় রোমা। এছাড়া বাচ্চাদের চিত্রাঙ্গনে প্রথম হয় আরিয়ান, দ্বিতীয় আফরা ও তৃতীয় হয় তাহিয়া। দৌড়ে হামিম, আরিয়ান ও সানজিদা।
পুরস্কারের স্পন্সর ছাড়াও বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, প্রকৌশলী আবু নাসের, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি মাহাবুব আলম মানিক, মিরসরাই সমিতির সভাপতি মাজাহার উল্লাহ মিয়া, এস এম শফিকুল ইসলাম শফি, সাইফুদ্দিন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাই শেফালী আকতার আখি, ইয়াকুব সুনিক, কাউসার নাজ, জেসমিন আকতার সিআইপি, শবনম আকতার, নিশাত জাহান,আকলিমা সুলতানা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন হাসান মোরশেদ, ছালাহউদ্দিন, আবদুল মান্নান, নাসিম উদ্দিন আকাশ, লুৎফুর রহমান,গিয়াস উদ্দিন সিকদার, খোরশেদ আলম, আশিক ইশতিয়াক, আবদুল্লাহ আল শাহিন,ওবায়দুল হক,সরওয়ার উদ্দিন রনি,ওসমান চৌধুরী, এম এনাম হোসেন, ইসমাইল, সেলিম উদ্দিন, শামসুল হক, আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ড. রফিক আহমেদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
More Stories
লিবিয়া থেকে প্রত্যাবাসন হবেন আরও ২৬৩ বাংলাদেশি
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২৬৩ অনিয়মিত বাংলাদেশিকে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প মুখপাত্র মোহাম্মদ রফিকুল...
খালেদা জিয়ার বিষয়ে বাস্তবতা তুলে ধরে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে: জেনেভা থেকে ভার্চুয়ালি আইনমন্ত্রী
ইউপিআর সম্মেলনে যোগ দেওয়া ১১১টির মধ্যে ৯০টি দেশ মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা শেষে বাংলাদেশকে সমর্থন করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।...
কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ...
গাজায় দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজায় অবিলম্বে যুদ্ধ-বিরতি ও অঞ্চলটিতে অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘গাজায় মানবিক সহায়তা নিশ্চিত ও...
নবীজির রওজা মোবারক জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ নভেম্বর) মদিনার মসজিদে নববীতে আছরের নামাজ আদায়ের...
ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে এক হওয়ার বার্তা বাংলাদেশের
ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ অক্টোবর)...