Read Time:1 Minute, 56 Second

‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবাসে বসবাসরত ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ দূতাবাস লিসবন পর্তুগালের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লিসবনের বাংলাদেশ হাউজে দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান তৌহিদের ও প্রশাসনিক কর্মকর্তা ওয়েজ উদ্দিনের সমন্বয়ে ও সঞ্চলনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল অালম সিদ্দিকী। এসময় মতবিনিময় সভায় যোগ দেন পর্তুগালের বিভিন্ন শহরের বসবাসরত শতাধিক প্রবাসী ব্যবসায়ী।

মতবিনিময় সভায় বিভিন্ন শহর থেকে আসা ব্যবসায়ীদের স্বাগত জানান- দূতাবাসের সহকারী কনস্যুলার মো. নূর উদ্দিন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. সাহাব উদ্দিন।

সভায় বক্তারা বাংলাদেশ বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, ঢাকাস্থ পর্তুগাল দূতাবাস স্থাপন, পর্তুগালে বেড়ে উঠা বাংলাদেশি নতুন প্রজন্মের জন্য একটি বাংলা স্কুল ও লিসবনের বাঙালি অধ্যুষিত রুয়া দো বেনফরমোসো সড়ককে রুয়া দো বাংলাদেশ নাম করণের দাবি জানান।

সবশেষ দূতাবাসের পক্ষ থেকে পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত ব্যবসায়ীদের সম্মানে এক দেশীয় নৈশ ভোজের আয়োজন করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কাতারে বিজনেস কাউন্সিলের মতবিনিময়
Next post জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ করবে বিএনপি
Close